খাগড়াছড়ির দীঘিনালায় কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) কলেজ অডিটোরিয়ামে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ সভায়, কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের এক নিষ্ঠ অবদানের ফলশ্রুতিতে দুর্গম পাহাড়ে শিক্ষা প্রসারে আকাশ ছুঁয়েছে। প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুল জাতীয়করণ, এমপিওভুক্তি, কলেজ মাদ্রাসার বিভিন্ন অবকাঠামো থেকে শুরু করে খাগড়াছড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে আলোকিত এক জনপদে পরিণত হয়েছে। বর্তমান সরকারের দৃশ্যমান এই সকল অবদানকে স্বরন রেখে প্রত্যন্ত দুর্গম এ অঞ্চলে শিক্ষা প্রসারে সামর্থ্যবান সকল নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান এমপি।
এসময় উপস্থিত ছিলেন দিঘীনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, অভিভাবক, গনমাধ্যমকর্মী প্রমূখ।
Discussion about this post