চট্টগ্রামের প্রবেশ পথে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এর তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর বাস্তবায়নে অবরোধ চলাকালীন সহিংসতায় আহতদের চিকিৎসা সেবা প্রদানে মাঠে স্বেচ্ছাসেবকরা।রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম নিয়ে গত ৮ নভেম্বর চট্টগ্রাম জেলার হাটহাজারী, মীরসরাই, বোয়ালখালী আওতাধীন প্রবেশ পথে মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স ৮ জন করে স্বেচ্ছাসেবক টিম প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজটি করবে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) সহযোগীতায় যেকোনো ধরণের অনাকাঙ্খিত দূর্ঘটনায় আহত সকল শ্রেণীপেশার জনগনকে নগরীর বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির ২ নাম্বার গেইট এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ, চট্টগ্রাম এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
উদ্বোধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর উপ যুব প্রধান-১ কৃষ্ণ দাশ, আইসিটি, মিডিয়া ও কমিউনিকেশন বিভাগীয় প্রধান অভিষেক চৌধুরী।
উদ্বোধনকালে ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ, চট্টগ্রাম এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, মানুষের কল্যাণে আমরাই স্বেচ্ছাসেবকরা যেকোনো ধরণের অনাকাঙ্খিত দূর্ঘটনা রোধে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান প্রস্তুত রয়েছে। এই প্রাথমিক চিকিৎসা প্রদানের মাধ্যমে মানুষকে সহযোগিতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট কার্যক্রম চলমান রাখবে।
Discussion about this post