রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কাপ্তাই হ্রদে পর্যটকবাহী বোট জ্বালিয়ে দিয়েছে দুর্বৃক্তরা 

রাঙামাটি প্রতিনিধি :

শুক্রবার দিনে দুপুরে পর্যটকবাহী ট্যুরিষ্ট বোটে আগুন লাগিয়ে  দিয়েছে দুর্বৃক্তরা ।এই ঘটনায় ট্যুরিষ্ট বোটটির ৯০ শতাংশই পুড়ে গেছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটার সময় রাঙামাটির সুবলংয়ের বসন্ত এলাকায় সন্ত্রাসীরা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে।এই ঘটনায় দুর্বৃক্তরা ৬ জন পর্যটকের কাছ থেকে ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পর্যটকরা। পর্যটকরা সকলেই চাঁদপুর সদরের পাল পাড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।বোটটির চালক গিয়াস উদ্দিন জানিয়েছেন, রাঙামাটির ঝুলন্ত সেতুর পর্যটন ঘাট থেকে ৬ জনের একদল পর্যটককে নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে সুবলং ঝর্ণায় যাওয়ার সময় স্বর্গছেড়া এলাকায় গেলে একদল দুবৃক্তরা বোট আটকিয়ে পর্যটকদের নামিয়ে দিয়ে বোট টি নিয়ে একটু দূরে গিয়ে পেট্টোল ঢেলে বোটটি  আগুন দেয়। মুহুর্তের মধ্যেই ফাইভার বডির বোটটি প্রায় সম্পূর্ন জ্বলে যায়। এই ঘটনায় আক্রান্ত  পর্যটকরা জানিয়েছেন, তারা মোট ছয়জন চাঁদপুর থেকে সাজেক হয়ে রাঙামাটিতে এসে তবলছড়ির ওমদামিয়া হিলের একটি হোটেলে উঠেছেন। সেখান থেকে শুক্রবার সকালে ১০টার সময় জনৈত গিয়াস উদ্দিনের বোটে করে সুবলং ঝর্ণা দেখতে যান।পথিমধ্যে স্বর্গছেড়া এলাকায় গেলে তিনজন  অস্ত্রধারী  এসে তাদের বোট থেকে নামিয়ে দেয়। এসময় তাদের হাতে থাকা টি মোবাইল ফোন নিয়ে যায় দুবৃক্তরা।  পরে বোট চালককে সাথে নিয়ে বোটটি নিয়ে কিছুদুর গিয়ে আগুন লাগিয়ে দেয়। এদিকে আয়ের একমাত্র উৎস এই বোটটি   আগুনে জ্বালিয়ে দেওয়ায় চোখে মুখে অন্ধকার দেখছেন জানিয়েছেন বোট মালিক আলাউদ্দিন টুটুল জানান, বোটটি সম্পূর্ন পুড়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তার একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় এখন দিশেহারা । ওসি আরিফুর রহমান বলেন . পাহাড়ে সশস্ত্র আঞ্চলিক সংগঠন এ ঘটনা ঘটিয়েছে । ঐ এলাকায় যাদের আধিপত্য বিস্তার রয়েছে তারা ট্ররিষ্ট বোটে আগুন দিয়েছে ।এই ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি পুলিশ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১