রেজি তথ্য

আজ: শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে ৬লক্ষ টাকার গাড়ীর যন্ত্রাংশসহ আটক -২

খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে সরকারী শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশসহ দুইজন কে আটক ও
রেজিষ্ট্রেশন বিহীন একটি সিএনজি জব্দ করা
হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় অভিযান চালিয়ে এসব যন্ত্রাংশ ও সিএনজিসহ তাদের আটক করে মাটিরাঙ্গা থানা পুলিশ।
আটককৃত হলো, মাটিরাঙ্গার দক্ষিন শান্তিপুর এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের ছেলে মো: বিল্লাল হোসেন (২১) ও উত্তর শান্তিপুর এলাকার বাসিন্দা মৃত শাহাবুদ্দিনের ছেলে মো: শাহ আলম (২৩)।
পুলিশ সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি দল পৌরসভার ১নং ওয়ার্ডের গাজীনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এসময় অবৈধ যন্ত্রাংশ পরিবহনে ব্যবহৃত একটি রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি জব্দ করে পুলিশ। উদ্ধারকৃত মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশের আনুমানিক বাজারমুল্য ছয় লক্ষ টাকা।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে হ্যালো বাংলাদেশকে  জানান, পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ,অবৈধ পথে নিয়ে আসা বিভিন্ন পন্য আটকসহ এ থানার পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গতরাতে  অভিযান চালিয়ে মোটর সাইকেলসহ বিভিন্ন ধরনের গাড়ীর যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করাসহ  আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর হ্যালো বাংলাদেশকে জানান,গোয়েন্দা নজরদারির কারনে নাশকতাকারী,চোরাকারবারী,মাদক কারবারিদের অপতৎপরতা রোধে খাগাড়ছড়ি জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১