বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটি উদ্যোগে, মুরাদনগর উপজেলা কমিটি আয়োজিত মুরাদনগরে সাংবাদিকতায় দক্ষতা অর্জনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার ১১ নভেম্বর সকালে কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি ও মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদের পরিচালনায় সাংবাদিকতায় বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা কমিটির সভাপতি ইয়াসমিন রিমা, বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক তাপস ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাদা এমরান।
উক্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী অনুষ্ঠানের পূর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নবীপুর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল খায়ের ও নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ডিপি জাকির হোসেন, কর্মশালায় অংশগ্রহণ করেন মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহিদুল আলম শাহেদ, সিনিয়র সহ-সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, মুরাদনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটি সহ-সভাপতি ও বাঙ্গরা বাজার থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ আনোয়ার হোসাইন, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার মুরাদনগর উপজেলা কমিটির সভাপতি এম কে আই জাবেদ, সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সাংবাদিক ফয়সাল আহমেদ, সাংবাদিক শামীম আহমেদ, হাফেজ নজরুল মাহমুদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।
Discussion about this post