রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বান্দরবানে সেনা সহায়তায় ১১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরলো

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৯ মাস পর ১১টি বম পরিবার নিজ বাড়িতে ফিরতে পেরে আনন্দের বন্যা বইছে। নিজেদের মধ্যে পারিবারিক বন্ধন ও আত্মীয় সজনদের মাঝে ফিরে আসতে পেরে বম পরিবার গুলোর উভয়ের মধ্যে হাসির আনন্দে মেতে উঠছে। সেনাবাহিনীর সহায়তায় বান্দরবান জেলার থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য নিজ বা‌ড়ি‌তে ফিরেছে।

শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারনে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে দুপুরে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ ক‌রে।
এসময় পাড়াবাসী‌দের বাকলাই সেনা ক্যাম্প,১৬ ইস্ট বেঙ্গল নিজেদের ইস‍্যুকৃত রশদ থে‌কে প্রতি‌টির পরিবারকে ১০ কেজি চাল ,২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ৪ কেজি ময়দা, ১ কেজি চি‌নি প্রদান করা হ‌য়ে‌ছে।
জানা যায়, গেল বছ‌রের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কেএনএফ এর লাগাতার নির্যাতন ও নি‌পিড়‌নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮ টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮‌টি প‌রিবারের ম‌ধ্যে নিজ বা‌ড়ি‌তে ফিরেছে ১১টি বম পরিবারের ৪৯জন সদস্য।
প্রাতা বম পাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি (৩৮) বলেন, গতবছরে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও নিরাপত্তা বাহিনির সা‌থে সমস্যার কারনে আমরা দীর্ঘ নয়মাস যাবৎ বন জঙ্গলে, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ীতে আশ্রয়ে ছিলাম। আজকে বাড়ীতে ফিরতে পেরে খুব খুশি লাগছে।
প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম (৩৭) ব‌লেন, দীর্ঘ ৯ মাস বনজঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটা‌তে হ‌য়ে‌ছে। অনেকদিন পর নিজ পাড়ার বসত ভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মত না।
বাকলাই সেনা ক‌্যাম্পের অ‌ধিনায়ক ক‌্যা‌প্টেন সালমান,১৬ ইস্ট বেঙ্গল জানান, প্রাতা পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তা‌দের জন‌্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া তা‌দের সর্বাত্মক সহ‌যো‌গিতা করারও আশ্বাস দেন তি‌নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১