রাঙামাটির কাপ্তাই নিরাপদ খাদ্য বিভাগের অভিযানে রঙ মেশানো প্রাণ ললীপপ জব্দ করা হয়েছে।
শনিবার (১৮নভেম্বর) কাপ্তাইয়ের কেপিএম বারঘোনা এলাকায় নিরাপদ খাদ্য পরিদর্শক মো.ইলিয়াছ কয়েকটি দোকান পরিদর্শন কালে মালামাল মেয়াদোত্তীর্ণ কিনা বা ভেজাল আছে কিনা তা দেখেন।এসময় একটি দোকানে রঙ মিশানো প্রাণ ললীপপ সন্দেহ লাগায় তা জব্দ করে ল্যাবে পরীক্ষা করার জন্য নেয়া হয়।
নিরাপদ খাদ্য পরিদর্শক ইলিয়াস জানান, রুটিন অনুযায়ী আমরা বাজার পরিদর্শন করি। এসময় একটি দোকানে সন্দেহ হওয়ায় রঙ মেশানো বেশ কিছু প্রাণ ললীপপ বিক্রি করতে দেখে, তা জব্দ করি ল্যাবে পরীক্ষা জন্য নিয়ে আসি। যদি এর সত্যতা পাওয়া যায় তাহলে খাদ্য আইনে ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post