রাঙামাটি কাউখালী উপজেলার নাইল্যাছড়ি এলাকায় স্হানীয় আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ও রাঙামাটি সেনা জোনের সার্বিক সহযোগিতায় ২৩৫ জন স্হানীয় বাঙালী ও উপজাতিদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। ১৯ নভেম্বর ( রবিবার) সারাদিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম পরিচালনা করেন রাঙামাটি সিএমএইচ হতে দক্ষ ডাক্তার টিম ও মেডিকেল সদস্যরা, এ সময় পরিচালনা কার্যক্রমে উপস্থিত ছিলেন কাউখালী আর্মি ক্যাম্প কমান্ডার। স্হানীয়রা খুশি সেনাবাহিনীর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে। স্হানীয় জনপ্রতিনিধিরা জানান সেনাবাহিনী যেভাবে জনকল্যাণ মূলক ভাবে কাজ করছে তা অবশ্যই প্রশংসনীয় দাবীদার। পার্বত্য চট্টগ্রামে একমাত্র সেনাবাহিনী হচ্ছে অসহায় গরীব পরিবারের বাঁচার অবলম্বন, হোক সেটা উপজাতি কিংবা বাঙালি। জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনী দুর্গম জনপদ পাহাড়ী এলাকায়ও ছুটে যান চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করার জন্য
Discussion about this post