চট্টগ্রাম সাতকানিয়ায় নিজস্ব ডিপোতে পার্ক করে রাখা তিনটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টায় কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।কীভাবে তিনটি বাস আগুনে পুড়েছে তা সুনির্দিষ্ট করে জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। তবে হরতাল সমর্থকরা এ আগুন দিয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দু’টি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গণপরিবহন হিসেবে চলাচল করত।সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বাস তিনটি মালিকের নিজস্ব ডিপোতে রাখা ছিল। তাদের পাহারাদারও ছিল। কীভাবে আগুন লেগেছে সেটা তদন্ত করা হচ্ছে।এদিকে চট্টগ্রাম হালিশহরে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২০টি সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের ২৬টি গাড়ি পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন গ্যারেজটির নিরাপত্তাপ্রহরী মোহাম্মদ আলী।রবিবার (১৯ নভেম্বর) রাত ২টায় হালিশহর থানাধীন বউ বাজার এলাকায় খাজা হোটেলের পাশে জাহাঙ্গীরের গাড়ির গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে গ্যারেজে থাকা ২০টি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ১টি রিকশা আগুনে পুড়ে গেছে।ফায়ার সার্ভিস আগ্রাবাদ স্টেশনের সিনিয়র কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পেয়ে রাত ২টায় আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দুটি ইউনিট দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় দুই কোটি টাকার মালামাল।হালিশহর থানার ওসি মো. কায়সার হামিদ বলেন, গ্যারেজে কীভাবে আগুন লেগেছে তা এখনও আমরা নিশ্চিত নয়, কোনও নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।আগুনে দগ্ধ প্রহরী মোহাম্মদ আলী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
Discussion about this post