রেজি তথ্য

আজ: শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

চবিতে প্রদর্শিত হলো বিভিন্ন দেশের নির্বাচিত ২৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

চবি প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে “১৫তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব” (IIUSF) বিভাগীয় পর্যায়ে মাসব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী উৎসব শুরু হচ্ছে।আর আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে চট্টগ্রাম বিভাগের স্ক্রিনিং পার্টনার হিসেবে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রদর্শনীর আয়োজন করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) ১১টা নাগাদ শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি মিলনায়তনে এই প্রদর্শনী বিকাল পর্যন্ত চলে । একই দিন সন্ধ্যায় চবি রেলস্টেশনে উন্মুক্ত প্রদর্শনী হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৪টি সহ সারা বাংলাদেশে ২০০ টি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রদর্শিত হবে।এই চলচ্চিত্র উৎসবের চট্টগ্রাম বিভাগের স্ক্রিনিং পার্টনার হিসেবে সহযোগিতা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আয়োজক হিসেবে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। পাশাপাশি সহযোগী হিসেবে ছিল বাংলাদেশস্থ নরওয়েন এম্বাসি।চবি চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আবিদ হাসান জয় জানান, “৯৬টি দেশের ১৬০০ এর অধিক বাছাইকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হচ্ছে ‘১৫ তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’। চবি শিক্ষার্থীদের জন্য এর মধ্য থেকে আমরা ক্যাম্পাসে আজ ২৪টি স্বল্পদৈর্ঘ্য প্রদর্শন করা হয়েছে। সিনেমাপ্রেমী শিক্ষার্থীদের থেকে ভালো সাড়া পেয়েছি আমরা। আমরা লাইব্রেরি মিলনায়তন ও চবি স্টেশনে এ প্রদর্শনী করি।

উল্লেখ্য, বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাসহ ঢাবি চলচ্চিত্র সংসদ ও চবি চলচ্চিত্র সংসদের সদস্যরা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১