রেজি তথ্য

আজ: সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে সরকারি চাল বোঝাই ট্রাকে আগুন পালিয়ে গেছে দুর্বৃত্তরা

আবু রাসেল সুমন,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গভীর রাতে আঞ্চলিক মহাসড়কে সরকারী চাল ভর্তি একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে গুইমারা থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে ছুটে যান। পরে আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত ট্রাক চালক মোঃ ইসহাক মিয়া(২৮) ও হেলপার মোঃ বেলাল হোসেনকে (৩৫) কে মানিকছড়ি সরকারি হাসপাতালে পাঠান। মানিকছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।আহত চালক মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের মধ্যম খেদাছড়ার কাঞ্চন মিয়ার ছেলে মো. ইসহাক মিয়া। এবং হেলপার মাটিরাংগা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার জাহিদুল হকের ছেলে মো. বেলাল হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জনৈক আলাউদ্দিনের বাড়ীর সামনে রাস্তায় গাছ ফেলে  গাড়ীর গতিরোধ করে দুর্বৃত্তরা।এসময় সরকারী চাল বহনকারী ট্রাক যাহার নাম্বার (ঢাকা মেট্রো -ট ১৩-৭৮৮৩) গাড়ীটিতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ট্রাকটি চট্টগ্রাম থেকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নে সরকারী চাউল নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কর জানান, গভীর রাত পর্যন্ত ঐ এলাকায় পুলিশের টহল ছিলো। পুলিশের সদস্যরা চলে আসার পর এ ঘটনা ঘটেছে । ঘটনার খবর পেয়ে দ্রুত  ঘটনাস্হলে ছুটে যায় থানা পুলিশ সদস্যরা। গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠান। ক্ষতিগ্রস্ত গাড়িটি থানা হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১