রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঈদগাঁওর সমস্যা নিয়ে ইউএনওর সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মত বিনিময়

রেজাউল করিম, ঈদগাঁও:

ঈদগাঁও উপজেলায় নবাগত ইউএনও সুবল চাকমার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পেশাদার সাংবাদিকদের প্রাচীন সংগঠন ঈদগাঁও প্রেসক্লাব নেতৃবৃন্দ।

২৭ নভেম্বর ইসলামাবাদের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর বাঙালী, সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক বজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনছুর আলম।
ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কর্মরত সংবাদকর্মীরা সাক্ষাতে অংশ নেন।এ সময় সাংবাদিকরা ঈদগাঁও উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচিত সমস্যাগুলোর মধ্যে ছিল বাজারের যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ঈদগাঁও খালের দখল ও দূষণ রোধ, ঈদগাঁও বাসস্ট্যান্ডকে যানজট মুক্ত করণ, অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ করা, বাজারের ডিসি সড়কের ফুটপাত দখল সহ সংশ্লিষ্ট নানা বিষয়।প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ তৈয়ব জালাল, সহ সাধারণ সম্পাদক এম, শফিউল আলম আজাদ, সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, অর্থ সম্পাদক উসমান গনি ইলি, সহ অর্থ সম্পাদক এম, সরওয়ার সিফা, কল্যাণ সম্পাদক আলা উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাউসার উদ্দিন শরীফ, নির্বাহী সদস্য নুরুল আজিম মিন্টু সহ প্রেস ক্লাবের অন্যান্যরা।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রসর গোষ্ঠী। তাদের চিন্তা, চেতনা ও দর্শন মানুষের জন্য অনুকরণীয়। সাংবাদিকরা সমস্যা সমাধানের পথ বাতলিয়ে দেন।তিনি সাংবাদিকদের সমাজের আয়না উল্লেখ করে বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে নানা অন্যায়, অসঙ্গতি ও দূর্নীতির চিত্র সমাজের কাছে তুলে ধরেন। সমাজের সচেতন লোকজন সাংবাদিকদের দেয়া তথ্য বিবেচনায় নেন। সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য।সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও জাতি খুবই উপকৃত হচ্ছে বলে মন্তব্য করেন ইউএনও।ইউএনও সাধারণ মানুষের দোর গোড়ায় সরকারি সেবা সমূহ পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, ঈদগাঁও প্রেস ক্লাব ১৯৯৮ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে গণমানুষের কথা বলে প্রকৃত পেশাদারিত্ব বজায় রেখেছে। আগামীদিনেও সকলের সহযোগিতায় সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানান ঈদগাঁও প্রেস ক্লাব উপস্থিত নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১