রাঙামাটি কাপ্তাই উপজেলার শিলছড়িতে অবস্থিত বেসরকারি উদ্যোগে নির্মিত নিসর্গ রিভার ভ্যালির পড হাউজ এবং প্রিমিয়ার পড হাউজ পরিদর্শন করেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
সোমবার ( ২৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় তিনি এই পর্যটন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এর সৌন্দর্য অবলোকন করে মুগ্ধ হন। পরিদর্শনকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস এম চৌধুরী, নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ এর পরিচালক কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকী, কাউখালি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্যচিং মং মারমা, সাংগঠনিক সম্পাদক অংক্যইজ চৌধুরী, কাউখালি উপজেলা যুবলীগের সভাপতি অভিমং চৌধুরী উপস্থিত ছিলেন।
Discussion about this post