রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ এর মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা মঙ্গলবার ( ২৮ নভেম্বর) সকাল ১০ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
সভায় কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সামনে মহান বিজয় দিবসকে সামনে রেখে যাতে কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সেইজন্য সকলকে সচেতন থাকতে বলা হয়েছে । এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেইজন্য আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ আছে বলে জানানো হয়।
Discussion about this post