আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্রগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোয়ন জমা দিলেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান ছৌধুরী জাবেদ।বুধবার ২৯ই নভেম্বর দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইশতিয়াক ইমন কাছে মনোয়ন পত্র জমা দেন।এসময় ভূমি মন্ত্রী বলেন, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যাকে ধন্যবাদ জানাই তিনি আমাকে চতুর্থবারের মতো আওয়ামী লীগের নমিনেশন দেওয়ায়। আসলেই দেশ এখন সম্পন্ন নির্বাচনমুখী। আজকে আমি নমিনেশন সাবমিট করার সময় আমি বুঝতে পারছি মানুষ কিন্তু অধির আগ্রহে ৭ই জানুয়ারি নির্বাচনের অপেক্ষায় আছে এবং এটি উৎসবমুখর ও সুন্দর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। সবার কাছে আমি দোয়া চাই যাতে আমি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হতে পারি।
এতে উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যিক সম্পাদক আরিফুজ্জামান চৌধুরীর রনি, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর রনি, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারক চৌধুরী,কর্ণফুলী উপজেলা আওয়ামী,লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদ চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ভূমি মন্ত্রীর সহকারী সচিব করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Discussion about this post