চট্টগ্রামের রাউজানে জলিল শাহ্ ব্রিকস নামে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। বুধলবার (২৯নভেম্বর ) বিকালে রাউজানের পূর্ব রাউজান এলাকায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার (জেএম শাখা ও ভিপি শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা ও উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম এন জামিউল হিকমা জানান,পরিবেশদূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়েছে। অভিযানে রাউজান থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সহযোগিতা করে। উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানের‘কোন ইটের ভাটায় পরিবেশ বিধ্বংসী কাজ করলে ছাড় দেওয়া হবে না।যারা আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে এ অভিযান চলমান থাকবে।
Discussion about this post