আজ ৮ ডিসেম্বর রামগড় পাকিস্তানি হানাদার মুক্ত হয়। ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের শেষের দিকে মুক্তিবাহীনি ও ভারতীয় বিমান বাহিনীর আক্রমনের মূখে টিকতে না পেরে পাকিস্তানি বাহিনী ৮ ডিসেম্বর দুপুরের পরপর রামগড় ছেড়ে চট্রগ্রামের দিকে পালিয়ে যায়। রামগড় শহরের বিপরীতে ফেনী নদীর অপরপাড়ে ভারতের সাবরুম শহরে অবস্থানকারী মুক্তি কামি জনতা পাকিস্তানিদের কোন সাড়া-শব্দ না পেয়ে, একটি অগ্রগামী দল অতান্ত সতর্কতার সাথে রামগড় শহরের গুরুত্বপূর্গ এলাকা পর্যবেক্ষণ করে জানতে পারে রামগড় শহরে পাকিস্তানীদের অবস্থা নেই। অগ্রগামী দলের উল্লাশিত বিজয় সংকেত পেয়ে দলে দলে মুক্তি কামি জনতা স্বাধীন রামগড় শহরে আসতে থাকে। এর পর শেষ বেলায় জনতা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে স্বাধীন বাংলার পতাকা উত্তলন করেন।
Discussion about this post