রামগড় সিমান্তের ছোটখেদা এলাকায় ভারত হতে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের দ্বায়ে ভারতীয় নাগরিক মা -ছেলেকে আটক করেছে রামগড় বিজিবি।রামগড় ৪৩ বিজিবি সদরদপ্তর সূত্রে জানাযায় ১১ ডিসেম্বর সোমবার সকাল ১১ টার দিকে রামগড় সদর ইউপির ছোটখেদা এলাকায় কাশিবাড়ী বিওপির সুবেঃ মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বের টহল দলটি ভারতীয় নাগরিক মা পুষ্প রাণী দাস (৬০), স্বামী-রণজিত দাস ছেলে দিপংকর দাস (৩১), পিতা-রণজিত দাস কে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের প্রবেশের দ্বায়ে আটক করে। আটকৃতদের বাড়ি ভারতের দক্ষিন পরগনা জেলার হারউড কোটাল থানার ৮নং কালীনগর দাসের দত্ত গ্রামে।
বিজিবি’র জিজ্ঞাসাবাদে তারা জানায় গত ০৮ ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগণা হতে তারা আগরতলা পর্যন্ত ট্রেনযোগে এবং আগরতলা হতে বাসযোগে উদয়পুর আসে, উদয়পুর হতে বাসযোগে সাবরুম হয়ে বাংলাদেশে প্রবেশ করে। উল্লেখ্য, পুষ্প রাণী এর ছোট ভাই বিনদ দাস, চট্টগ্রাম শহরের পাথরঘাটার বাড়িতে যাওায় উদ্দেশ্যে তারা বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত ভারতীয় নাগরিকদেরকে বিজিবি বিকাল ৩.৪৫ টায় রামগড় থানায় হস্তান্তর করে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post