হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ ( এইচআরপিবি) এর প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ’র সাথে মতবিনিময় করেন পার্বত্য নাগরিক পরিষদ’র (পিসিএনপি) চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। মতবিনিময়ে পার্বত্য চট্টগ্রামের বর্তমান সময়ে পরিবেশ ধ্বংস এবং পার্বত্য জেলা গুলোর আগামী ভবিষ্যতে পরিবেশ ভারসাম্য রক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। ১২ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকা হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এর কার্যালয়ে এ মতবিনিময় হয়। এ মতবিনিময় সময়ে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ কামাল পারভেজ ও দৈনিক সকালের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন সৈকত। তিন পার্বত্য জেলার পরিবেশ রক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন বলে মতবিনিময়ে এডভোকেট মনজিল মোরসেদকে ফুলেল শুভেচ্ছা জানান কাজী মোঃ মজিবর রহমান।
Discussion about this post