খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ)এর ভূমির সরকারি গাছ কেঁটে পেলেছে জালিয়াপাড়ার রহিম মিয়া ওরপে রহিম কোম্পানি। জানা যায় রামগড়ের পাতাছড়া ইউনিয়নের ১১ মাইল এলাকায় খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর নামীয় ৫ একর টিলা ভূমি থেকে ২০টি মেহগনি গাছ কেটে বিক্রি র জন্য মজুদ করেছে রহিম কোম্পানি।
একটি সূত্রে জানা যায় মামলা নং ০১/৮৯ মূলে ৫ একর ৩য় শ্রেনীর ভূমি আবু তৈয়বের নিকট হইতে নির্বাহী প্রকৌশলী (সওজ) নামে রেকর্ড হয়ে ছিলো।
রামগড় উপজেলা ভূমি অফিসসূত্রে জানা গেছে, নির্বাহী প্রকৌশলীর নামে ৫ একর ভূমির রেকর্ড রয়েছে।
সরকারি ভূমি থেকে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে রহিম মিয়া বলেন, আমার নিজ ভূমির গাছ আমি বিক্রি করেছি,সড়ক ও জনপথ বিভাগের গাছ নয়। এ সময় সংশ্লিষ্ট ভূমির কাগজপত্র রহিম মিয়া দেখাতে পারেনি।
সওজ এর রামগড় উপ-বিভাগের সহকারী প্রকৌশলী জুথী চাকমা জানায় গাছ কাটার বিষয়টি আমরা জানার পর অফিসের লোকজন সরেজমিনে গিয়ে ছবি তুলে এনেছে এবং এবিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
Discussion about this post