রেজি তথ্য

আজ: শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৮ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

২৮ বছরে বিটিভি চট্টগ্রাম বর্ষপূর্তি অনুষ্ঠানে থাকবে খ্যাতনামা শিল্পী

নিজস্ব প্রতিবেদক :

দেখতে দেখতে ২৭ বছর পার করে ১৯ ডিসেম্বর ২৩ (মঙ্গলবার) ২৮-এ পদার্পণ করবে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র । দৈনিক দেড় ঘন্টা টেরিস্ট্রিয়াল সম্প্রচার দিয়ে শুরু করা বিটিভি চট্টগ্রাম এখন পূর্ণাঙ্গ একটি চ্যানেল। শুধু তাই নয় স্যাটেলাইটের মাধ্যমে এই জাতীয় টেলিভিশন থেকে ২৪ ঘন্টাই সংবাদ ও অনুষ্ঠান দেখতে পারেন দেশ-বিদেশের দর্শক শ্রোতা। দীর্ঘ এ পথ চলায় শেষের কয়েকটা বছর এগিয়েছে বিটিভি চট্টগ্রাম। বিশেষ করে চলতি বছরে এই অগ্রযাত্রা দ্রুত গতিতে দৃশ্যমান হচ্ছে টেলিভিশনের পর্দায়। শুধু তাই নয় এখন অনুষ্ঠান, সংবাদ ও প্রকৌশল শাখাসহ সকল ক্ষেত্রেই বিটিভি ঢাকা কেন্দ্রের নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বিটিভি চট্টগ্রাম।
বিটিভি চট্টগ্রামের ২৮ বছরে পদার্পণ উপলক্ষ্যে সোমবার (১৮ ডিসেম্বর) নগরীর টেলিভিশন ভবনে আয়োজিত এক মত বিনিময় অুনষ্ঠানে জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজু এ কথা বলেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপিত সালাহউদ্দিন মো: রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম রিপোর্টাস ফোরামের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারন সম্পাদক আলীউর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহামন ও সাধারণ সম্পাদ মিয়া আলতাফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ অংশ নেন।
বিটিভি চট্টগ্রাম জেনারেল ম্যানেজার বলেন, নির্বাচনী উৎসবকে আরো রঙিন করার প্রত্যয়ে জমকালো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পর্দায় চট্টগ্রামসহ দেশের খ্যাতনামা একঝাঁক জনপ্রিয় শিল্পীর পরিবেশনায় নৃত্য-গান ও অভিনয় থাকবে। ঢাকা থেকে আসবেন চিত্র নায়ক জায়েদ খান, জনপ্রিয় গায়িকা কনা, অভিনয় শিল্পী নাদিয়া আহমেদ, সোশ্যাল মিডিয়া তারকা মেরি, চিত্র নায়িকা আচঁল। এছাড়াও ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে ম্যাগাজিন, প্রামাণ্য অনুষ্ঠানসমূহ আধুনিক ও ঐতিহ্যের সমন্বয়ে বৈচিত্র্যময় করে সাজানো হয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রে একশ বিখ্যাত ব্যক্তিবর্গের সাক্ষাৎকার নিয়েও একটি নান্দনিক অনুষ্ঠান নির্মাণ করা হয়েছে।
মতবিনিময় অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার জানান, বিকাল চারটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এ সময় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়াও জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাতে আসা অতিথিবৃন্দসহ দর্শক-শ্রোতাদের জন্য রয়েছে নানা আয়োজন। জেনারেল ম্যানেজার হিসাবে নূর আনোয়ার হোসেন রনজু জানান, অনুষ্ঠান, সংবাদ কিংবা কলাকুশলীর মান এবং আশা প্রত্যাশা নিয়ে নানা প্রশ্ন, সুনাম-বদনাম থাকলেও তিনি এ বছরের শুরুতে দায়িত্বগ্রহণের পর থেকেই এ বিষয়ে কাজ শুরু করেন। একই সঙ্গে যুগের সাথে তাল মিলিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঐকান্ত প্রচেষ্টায় চ্যালেনটিকে ব্রান্ডিং, আধুনিক যন্ত্রপাতি স্থাপন, স্টুডিও আধুনিকায়ন, ক্যাম্পাসের সৌন্দর্য্যবর্ধন, শাখার সমস্যা দূরীকরণ, বিজ্ঞাপন আয়বৃদ্ধি, আর্কাইভ ও লাইব্রেরি স্থাপন, সোস্যাল মিডিয়ার কার্যক্রম বৃদ্ধি, শিল্পী ও কলাকুশলীদের বৈষম্য ও ক্ষোভ দূরীকরণসহ অনুষ্ঠান ও সংবাদের মান বৃদ্ধিতে সচেষ্ট হন। যা এখন স্ক্রিন এবং স্ক্রিণের বাইরে সংশ্লিষ্টদের নিকট দৃশ্যমান হয়ে উঠেছে।
মতবিনিময় অনুষ্ঠানে জিএম বলেন, একটি আধুনিক টিভির অন্যতম দিক হচ্ছে টিভি চ্যানেলটিকে ব্রান্ডিং করা।এই টিভিতে লোগো, টেলপ, সুপার, আইডি, শিরোনাম, ইনসিগনা, প্রমো কার্ড, লাইভ কার্ড ইত্যাদি লাল, সাদা, কালো, হলুদ, নীলসহ বিভিন্ন সময়ে বিভিন্ন কালারে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু চলতি বছরের শুরু থেকেই পর্যায়ক্রমে সবকিছু ২টি কালারে রুপান্তর করা হচ্ছে। প্রায় ৯০ শতাংশ কার্যক্রম এ বছরেই সম্পন্ন করা হয়েছে।
নূর আনোয়ার রনজু বলেন, সম্প্রতি সংস্কার করে দু’টি স্টুডিওকে আধুনিক রূপ দেয়া হয়েছে। অন্যদিকে, ক্রোমা স্টুডিও নির্মাণ করা হয়েছে। পাশাপাশি প্রক্রিয়াধীন রয়েছে ভার্চুয়াল স্টুডিও স্থাপনের কার্যক্রম। তাছাড়া এখন অনুষ্ঠান নির্মাণ করা হচ্ছে আধুনিক সেট, লাইট ও ব্যাকগ্রাউন্ডের সমন্বয়ে। সেই সাথে আধুনিক স্টুডিও স্থাপনের জন্য ১০ তলা ভবনের নির্মাণ কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে সংবাদের গুণগত মান বৃদ্ধি করা হয়েছে, বাণিজ্যিক সংবাদ এবং সংবাদ বিরতিতে বিজ্ঞাপন প্রচার শুরু করা হয়েছে। প্রতিদিন অন্তত একটি প্রতিবেদন সংযোজন করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সংবাদের মধ্যে বিশিষ্টজনদের নিয়ে থাকছে সরাসরি আলোচনা যা বিটিভি চট্টগ্রামের সংবাদকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।
মত বিনিময় অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের জিএম নূর আনোয়ার রনজু জানান, সম্প্রতি অনুষ্ঠান এবং রির্পোটিং সংরক্ষণের জন্য একটি আর্কাইভ সার্ভার স্থাপন করা হয়েছে। তাছাড়া চ্যানেলটির জনপ্রিয় অনুষ্ঠান, সংবাদ ক্লিপিং, টিভি স্পট এবং প্রমোশনাল বিটিভি চট্টগ্রাম-এর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজে নিয়মিত আপলোড করা হচ্ছে। নেতৃবৃন্দ চট্টগ্রামের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্য আরও বেশি করে তুলে ধরার জন্য মতাবিনিময় সভায় পরামর্শ দেন। মতবিনিময় অনুষ্ঠানে বিটিভি চট্টগ্রামের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit

Discussion about this post

এই সম্পর্কীত আরও সংবাদ পড়ুন

আজকের সর্বশেষ

ফেসবুকে আমরা

সংবাদ আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১