খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর শাখার আয়োজনে ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর পাহাড়ের সশস্ত্র সংগঠন শান্তিবাহিনী কর্তৃক রামগড়ে নৃশংস গণহত্যার শিকার নাগরিকদের স্বরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০.৩০ টায় রামগড় উপজেলা প্রেস ক্লাব হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় পৌর কমিটির সভাপতি মোশারফ হোসেন এর সঞ্চালনায় রামগড় উপজেলা কমিটির সভাপতি আবুল খায়ের কন্ট্রাকটার এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি জেলার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক নিজান উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন দুলাল, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা পরিষদ নেত্রী রোকেয়া বেগম প্রমুখ।
শোকসভায় নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে নিহতদের পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন নেতৃবৃন্দ।
Discussion about this post