খাগড়াছড়ির রামগড়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে উপজেলা মাদক বিরোধী টাস্কফোর্স।শুক্রবার (২২ ডিসেম্বর) রামগড় ৪৩ বিজিবি এর অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম এর নেতৃত্বে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন ও রামগড় থানার ওসি দেব প্রিয় দাস এর যৌথ সমন্বয়ে গঠিত টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ডের ভারত সিমান্তের ফেনী নদীর মন্দির ঘাট হতে মালিকবিহীন ১৯২ বোতল ভারতীয় মদ এবং ৪৯৮ বোতল ভারতীয় ফেন্সেডিল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা বলে টাস্কফোর্স জানায়।
রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন বলেন, উপজেলা টাস্কফোর্সের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং রামগড়কে মাদকমুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না।
Discussion about this post