বছরের শেষদিনেও নিরলসভাবে কাজ করছেন গহীন অরণ্যের গ্রামের অসহায় গরীব পরিবার গুলোকে চিকিৎসা সেবা দিলেন রুমা উপজেলা সেনা জোন। ৩১ ডিসেম্বর ( রবিবার) সকাল ১০ ঘটিকায় বড়থলি ইউনিয়নের বড়থলি পাড়ায় ১৩০ টি পরিবারের মাঝে রুমা জোন কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বড়থলি পাড়া প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। স্থানীয় জনসাধারণের মাঝে সুচিকিৎসার জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও সেই সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার, লেফটেন্যান্ট কর্ণেল ক ম আরাফাত আমিন, পিএসসি ও স্থানীয় জন প্রতিনিধিবৃন্দ।
শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী কর্তৃক পাড়াবাসীদের কে আশ্বাস প্রদান করা হয় ।
Discussion about this post