বারৈয়ারহাট- রামগড় সড়কের কালাপানি ব্রীজের ১০০ মিটার পূর্বে লেবু আড়তের দক্ষিণে সেগুন বাগানের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে অস্ত্রসহ আটক করেছে চট্রগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশ। ৩০ ডিসেম্বর ভোররাত ৪ টার দিকে জোরারগঞ্জ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো জোরারগঞ্জ থানার হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুরের নুরুল হক প্রকাশ কালা মিয়ার ছেলে শাকিল খান(২৩), দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামের মৃত গোলাম রাব্বানীর ছেলে মোঃ শহিদ মিয়া(৩৯), হিঙ্গুলী ইউনিয়নের মেহেদীনগর গ্রামের আবু রোশেন প্রঃ শুক্কুর এর ছেলে তাজুল ইসলাম প্রঃ রানা প্রঃ লাল চান বাদশা (২২), নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে মোঃ আল
আমিন(২১)।
এসময় তাদের থেকে ১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), ১ রাউন্ড কার্তুজ, ২টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি, ১টি ষ্টিলের বাটযুক্ত ধারালো ছুরি ও ১টি প্লাসিকের হাতলযুক্ত রড উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার সূত্রে জানাযায় তাদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, অস্ত্র, মাদক, ডাকাতি প্রস্তুতি, দুস্যুতা সহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র হেফাজতে রাখা ও ডাকাতির প্রস্তুতি সংঘটনের চেষ্টার অপরাধে পৃথক দুইটি মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post