বিশ্বাস এখন করি কারে
শ্রী বিপ্লব জলদাস
————————–
চোর চিটিং আর বাটপারে
দেশটা গেল ভরি,
ভালো মানুষ যায় না দেখা
কারে বিশ্বাস করি।
অতি বিশ্বাস করবে যারে
সেই যে ঠকাই খুব,
অমানুষের পরিচয় দেয়
দেখি বহুরূপ।
মধুর সুরে কথা বলে
লুফে নেই মন,
আরেঠারে নজর করে
পরের গুপ্তধন।
বিশ্বাস এখন করি কারে
সেই মানুষ তো নাই,
অবিশ্বাসের কালো ছায়া
শুধুই দেখতে পাই।
Discussion about this post