কুমিল্লার ব্রাহ্মণপাড়া উত্তর চান্দলা নিবাসী হাজী মরহুম আব্দুল আলিম মেম্বারের ৮ ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় সন্তান মনিরুল ইসলাম ওরফে মনির এর বুধবার (১৪ ফেব্রুয়ারি)২০২৪, বাদ আসর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম মনিরুল ইসলামের জানাযায় শরিক হয়ে বিশিষ্টজনেরা তার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের শোক জানিয়ে বক্তব্য প্রদান করেন মাও: গোলাম সাদেক, উপাধ্যক্ষ মহিলা আলিম মাদ্রাসা, কসবা। মাও: রফিকুল ইসলাম, সভাপতি, চান্দলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ব্রাহ্মণ পাড়া।
জাবেদ সরকার সবুজ চেয়ারম্যান,বুড়িচং। খ ম শাহজাহান, সভাপতি – ব্রাহ্মণ পাড়া আদর্শ শিক্ষক সমিতি। মাও; কবির আহমেদ অধ্যক্ষ ,সুলতানপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসা। শাহআলম খোকন ভারপ্রাপ্ত সভাপতি, ব্রাহ্মণপাড়া বিএনপি। পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়া কামনা করেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আতিকুল ইসলাম মামুন ও মরহুমের বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিবরিয়া ইসলাম।
মরহুমের মৃত্যুতে মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন ব্রাহ্মণপাড়া বুড়িচং উপজেলার মাননীয় সংসদ সদস্য আবু জাহের। আড়াইবাড়ী দরবার শরীফের পীর সাহেব গোলাম খাবীর সাঈদী। ব্রাহ্মণপাড়া বিএনপির সভাপতি, হাজী জসীমউদ্দীন। ড.মোবারক।মাও: মিজানুর রহমান আতিকী।
উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন মরহুমের বড় সমন্দি উপাধ্যক্ষ আব্দুল মান্নান সাহেব, মাও: খাইরুল ইসলাম আরবী প্রভাষক,পুরকুইল কামিল মাদ্রাসা- কসবা। আওয়ামী লীগ নেতা আবু তৈয়ব অপু, মাওলানা আব্দুল হাই শিক্ষক, বাখরনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা। মাও: জানে আলম জিহাদী হেড মাওলানা, গাঙ্গেরকোট হাই স্কুল- মুরাদনগর। সাংবাদিক, কলামিস্ট: মওলানা মো:আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় কমিটির সহ -গণমাধ্যম সম্পাদক, সেভেনটি ওয়ান প্রেসক্লাব,সহ-সভাপতি, বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা কমিটি, সদস্য মুরাদনগর উপজেলা প্রেসক্লাব, প্রতিষ্ঠাতা সভাপতি- বাঙ্গরা বাজার থানা প্রে ক্লাব।
ছাত্রলীগ নেতা আব্দুস সালাম, মাও: আবুল কাশেম প্রমুখ।
সহকারি অধ্যাপক আমিরুল ইসলামের পরিচালনায়
জানাজার নামাজ পড়ান ও দাফন শেষে দোয়া মোনাজাত করেন মরহুমের ছোট সমন্ধি হাজারো আলেমের ওস্তাদ মুহাদ্দিস আব্দুল লতিফ সাহেব।
Discussion about this post