কুমিল্লার মুরাদনগরে শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ করেছেন আমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (০২ মার্চ) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল সরকারি বিদ্যালয়ে এ সমাবেশ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার এমপি।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইকবাল সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, ভিপি জাকির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতিকুর রহমান হেলাল, ইউপি সদস্য কামাল হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়সালের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ, শিক্ষক ও শিক্ষার্থীদের মায়েরাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
Discussion about this post