মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ ও অপহরণসহ মানবতাবিরোধী অপরাধে ৬ টি মামলায় অভিযুক্ত সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক মণ্ডল ও খান রোকনুজ্জামানের মামলার রায় ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (২৪ মার্চ) । আজ (মঙ্গলবার) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের জন্য এই দিন ধার্য করেন। অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবু আহমেদ জমাদার ও কেএম হাফিজুল আলম। এই মামলার আরও দুইজন অভিযুক্ত ছিলেন। এর হলেন আব্দুল্লাহ আল বাকী এবং জহিরুল ইসলাম ওরফে টিক্কা খান। তারা মামলা বিচারাধীন অবস্থায় মারা যান।
আদালতে খালেক মণ্ডলের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার। আর পলাতক আসামি খান রোকনুজ্জামানের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম। আদালতে রাষ্ট্রপক্ষে এ মামলা পরিচালনা করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনিই রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর এই মামলায় প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ করে আদেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ রায়ের দিন ঠিক করা হয়।
Discussion about this post