কুমিল্লার মুরাদনগরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার্থে বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষ চত্বরে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের উদ্যোগে ও উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোরের তত্ত্বাবধানে দোয়ার মাহফিল বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী ভূমি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
তিনি বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন
দেশকে এগিয়ে নিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই, আর সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী আমার নেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ দোয়ার মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়, আপনারা সকলেই প্রাণ ভরে দোয়া করবেন। তিনি আরো বলেন ইমাম ও মুয়াজ্জিনের বেতন-বাতা বাড়ানোর জন্য শীঘ্রই আমি সংসদে উপস্থাপন করব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগের সভাপতি ম, রুহুল আমিন তিনি বক্তব্য বলেন ইমাম -মোয়াজ্জিন উপস্থিতি দেখে আমি আনন্দিত আপনাদের উপস্থিতির বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। উপজেলা চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর বলেন আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে জানাবেন উপজেলা চেয়ারম্যান হিসেবে তাৎক্ষণিক আপনাদের কাছে উপস্থিত হয়ে সমস্যার সমাধানের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন উপজেলার ইমাম মুয়াজ্জিন, ২২টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণসহ নানান পেশার মানুষ।
বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি সাদিকুল ইসলাম।
উল্লেখ্য : বিশেষ দোয়া ও মোনাজাতের পর উপস্থিত সকলের মাঝে ইফতারি বিতরণ করা হয়।
Discussion about this post