ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আজ সোমবার পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছে, তারা হলো বর্তমান চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, সাবেক ভাইস চেয়ারম্যান মো: আব্দুল কাদের এবং নবাগত কংজঅং মারমা।
ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, মো: সামছু উদ্দিন মিলন, ওমর ফারুক শুভ, মোবারক হোসেন বাদশা ও মো: নুরুল আমিন মোট ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে বর্তমান ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার ও তার সাবেক প্রতিদ্বন্দ্বী নাছিমা আহসান নীলা।
উল্লেখ্য আগামী ৮ মে প্রথম দাপে রামগড় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discussion about this post