আজ ১৭ এপ্রিল (বুধবার) চট্টগ্রাম এভারকিয়ারে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন, হযরত শাহ সুফি মাওলানা আব্দুস সালাম ঈসাপুরী রাহমাতুল্লাহ আলাইহির মেজ শাহজাদা হযরত শাহ সুফি মাহফুজুর রহমান (ম.জি.আ.)প্রকাশ মেজ মিয়া এর সহধর্মিনী জনাবা ফিরোজা বেগম( আম্মাজানের) রোগ মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন, শাহজাদা সৈয়দ মশিউর রহমান আরাফাত আল ঈছাপুরী, সৈয়দ মোহাম্মদ আজগর হোসেন আল ঈছাপুরী,।
Discussion about this post