কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে কুমিল্লা জেলা নির্বাচন অফিস কর্তৃক সোমবার (১৩ মে)প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলার সর্ববৃহৎ উপজেলাটিতে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, ৩ টি পদের বিপরীতে মোট লড়ছেন ১৪ জন প্রার্থী।
উপজেলা চেয়ারম্যান পদে সদ্য সাবেক চেয়ারম্যান ড.আহসানুল আলম সরকার কিশোর প্রতীক পেয়েছেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার হাসান চিনু (ঘোড়া) রাশেদ হায়দার (দোয়াত-কলম)।
ভাইস চেয়ারম্যান পদে এড.সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল (চশমা), মো:হাবিবুর রহমান (উড়োজাহাজ), শাহিন (টিউবওয়েল), মোঃ আবদুল্লাহ নজরুল (টিয়াপাখি), মোঃ আতিকুর রহমান হেলাল (তালা)।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানোয়ারা বেগম লুনা (সেলাই মেশিন), আফজালুন নেছা বাসিত (ফুটবল), আছমা রত্না (পদ্মফুল), কুলসুম বেগম মিতু (কলস), নাজমা আক্তার (প্রজাপতি), নূরজাহান মজুমদার (হাঁস), প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।প্রার্থীরা জানান সুষ্ঠু নির্বাচন হলে ভোটারদের ভোটে জয়ী হব ইনশাল্লাহ।
উল্লেখ্য: ২৯ মে মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Discussion about this post