জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হন বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি। তার আগে বায়েজিদ থানা ,বন্দর থানা ও পতেঙ্গা থানা তিনটি শিক্ষা থানা পর্যায়ে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলো ۔ মোহাম্মদ সিরাজুল ইসলাম। বান্দরবান জেলার সুয়ালক ইউনিয়নের কদুখোলা গ্রামের কৃতি সন্তান। তিনি শেরে বাংলা উচ্চ বিদ্যালয় বাজালিয়া থেকে এস, এস সি ও গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেন এবং পরবর্তীতে তিনি কৃতিত্বের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন হতে বিবিএ( সম্মান) ,এমবিএ (হিসাববিজ্ঞান তথ্য পদ্ধতি) সম্পন্ন করেন মোঃ সিরাজুল ইসলাম ২০০৮ সালে ব্যবসা প্রশাসনের প্রভাষক হিসেবে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অধ্যাপনা শুরু করেন পরবর্তীতে ২০০৯ সালে তিনি বিএনসিসি প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং ২০১০ সালে ফ্রি এমপ্লয়মেন্ট ট্রেনিং সম্পন্ন করে ২০০৯ সালে তিনি জাতীয় প্যারেড এ অংশগ্রহণ করেন। ২০১৫ সালে তিনি বিএনসিসির সদর দপ্তর হতে এডভান্স লিডারশিপ ট্রেনিং সম্পন্ন করেন, ২০১৭ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি(BMA) হতে প্র্রি কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করেন ও ২০১৯ সালে তিনি শীতকালীন যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করে এছাড়া ও বিএনসিসির সংশ্লিষ্ট সকল ধরনের প্রশিক্ষণ তিনি কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।সিরাজুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (BIM) হতে পি জি ডি এইচ আর এম(PGDHRM) পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করেন। তিনি সম্মান পর্যায়ে চারটি বই যথাক্রমে Basic accounting ,Cost Accounting ,Taxation in Bangladesh ,Management Accounting বইয়ের লেখক। তিনি এইচএসসি পর্যায়ে NCTB কর্তৃক অনুমোদিত হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের ও লেখক। সিরাজুল ইসলাম গবেষণার কাজে নিজেকে সম্পৃক্ত করে খ্যাতিমান ইনডেক্সধারী আন্তর্জাতিক জার্নালে গবেষণা পত্র প্রকাশ করতে সক্ষম হন তিনি। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের ট্যুরিজম এন্ড হসপিটালিটি এবং ইকো ট্যুরিজম নিয়ে গবেষণা করছেন। তিনি চট্টগ্রাম ট্যাক্সেস বার এসোসিয়েশন এবং ট্যাক্সেস লয়ার এসোসিয়েশনের আজীবন সদস্য। ২০১১ সালে আলিমুল কোরআন হেফজখানা এতিমখানা নামে একটি দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন সর্বোপরি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছেন।
Discussion about this post