“ফলে পুষ্টি অর্থ বেশ, স্মাট কৃষির বাংলাদেশ” থিমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এক দিনব্যাপী ফল মেলা – ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
৮ জুন সকাল ১১ টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থাপনায় ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান তুহিন এর সভাপতিত্বে ফল মেলা উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামগড় উপজেলা সমাজ সেবা অফিসার আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার জমির উদ্দিন। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান এর বক্তব্যে বিভিন্ন ফলের পুষ্টিগুণ ও এই অঞ্চলে বাণিজ্যিক ভাবে ফলবাগান করার কলাকৌশল বিষয় ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বর্ণনা করেন।
ফলমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কৃষক ও শিক্ষার্থীবৃন্দ।
Discussion about this post