চট্টগ্রামের ফটিকছড়িতে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার খিরাম ইউনিয়নের প্রেমপুর এলাকার টিলার ঢালু থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, দিনমজুর সুমন মঙ্গলবার সকাল সকালে কাজের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফেরেনি। তার নিজ রাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নের হলেও দীর্ঘদিন ধরে সে ধর্মপুর ইউনিয়নের স্ত্রী দুই মেয়ে ও এক পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খিরাম ইউপি সোহরাব হোসেন সৌরভ বলেন, আমরা থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়। এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) শামসুউদ্দিন বলেন, খিরাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post