১ সেপ্টেম্বর ( রবিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী সারাদেশেরন্যায় রামগড়েও উদযাপন করা হয়েছে। ১ সেপ্টেম্বর রবিবার বিকেল ৫ টায় রামগড় উপজেলা, পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ ক্যার্যালয় “জাহাজ ভবন” এর হলরুমে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে এবং সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ -সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু,পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিন,সাধারণ সম্পাদক আলাউদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্ল্যা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া, প্রমুখ।
এই ছাড়াও উপজেলা যুবদল, পৌর যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল, উপজেলা জিয়া পরিষদ, ছাত্রদল, সহ উপজেলা পৌর ও ইউনিয়নের সকল পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post